Wednesday 18 February 2015

ইলিশ মাছের দম বিরিয়ানি

ইলিশ মাছের দম বিরিয়ানি
উপকরণ :
  • ৬ টুকরা ইলিশ মাছ , 
  • রসুন বাটা ২চা চামচ,
  • পিয়াজ কুচি ২ টেবিল চামচ,
  • জিরা গুঁড়া ১চা চামচ,
  • পিয়াজ কাটা ১ টেবিল চামচ,
  • কাঁচামরিচ বাটা ২চা চামচ,
  • টকদই ১/৪ কাপ,
  • পোলাও চাল ১/২ কেজি,
  • ঘি ৩ টেবিল চামচ,
  • বেরেসত্মা ১/৪ কাপ,
  • এলাচ ২টি,
  • তেজপাতা ১টি,
  • চিনি ১চা চামচ,
  • কাঁচামরিচ ৫/৬টি,
  • কেওড়া জল ১চা চামচ,
  • লবণ,
  • স্বাদমতো,
  • পানি পরিমাণমতো৷
প্রণালি :
  1. মাছ ধুয়ে পরিষ্কার করে টকদই, কাঁচামরিচ বাটা ও লবণ দিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন৷
  2. কড়াইতে তেল ও ঘি অল্প পরিমাণে গরম করে পিয়াজ কুচি হালকা নেড়ে রসুন বাটা, জিরা গুঁড়া, ও লবণ দিয়ে মসলা কষিয়ে ইলিশ মাছ দিয়ে ঢেকে দিন কিছুক্ষণ৷
  3. মাছ সিদ্ধ হয়ে আসলে নামিয়ে রাখুন৷
  4. হাঁড়িতে পানি, তেজপাতা, এলাচ, লবন ও চিনি দিয়ে ফুটিয়ে নিন৷
  5. ফুটন্ত পানিতে চাল দিন৷
  6. চাল সিদ্ধ হয়ে আসলে দুই স্তরে মাছ, বেরেস্তা , কাঁচামরিচ ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন৷

No comments:

Post a Comment