Showing posts with label Prawn. Show all posts
Showing posts with label Prawn. Show all posts

Saturday, 7 December 2013

পালং শাঁক ও চিংড়ি

পালং শাঁক ও চিংড়ি
উপকরণঃ
  • পালং শাঁক ১ কেজি
  • চিংড়ি ১/২ কাপ
  • পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
  • হলুদের গুড়া ১/২ চা-চামচ
  • মরিচের গুড়া ১/২ চা-চামচ
  • জিরা গুড়া ১/২ চা-চামচ
  • সরিষা বাটা ১/২ চা চামচ
  • ধনে গুড়া ১/২ চা চামচ
  • কাঁচা মরিচ ৩-৪ টি
  • তেল ২ টেবিল চামচ
  • লবন পরিমাণমতো।
প্রণালীঃ
  1. শাঁক ছোট ছোট করে টুকরো করে ধুয়ে নিন।
  2. এবার কড়াই তে তেল দিয়ে সব উপকরন গুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিন।
  3. পানি শুখিয়ে এলে নামিয়ে ভাত এর সাথে পরিবেশন করুন।

Thursday, 21 November 2013

চিংড়ি মাছের বিরিয়ানি

চিংড়ি মাছের বিরিয়ানি
উপকরণ:
  • মাঝারি মাপের চিংড়ি ৭০০ গ্রাম,
  • পোলাওর চাল ৫০০ গ্রাম,
  • পেঁয়াজ, রসুন,
  • আদাবাটা ৩ টেবিল চামচ,
  • সরিষার তেল পরিমাণমতো,
  • হলুদ, মরিচ গুঁড়া ১ চা চামচ,
  • লেবুর রস ২ টেবিল চামচ,
  • কাঁচামরিচ বাটা ৩ টেবিল চামচ,
  • লবণ পরিমাণমতো,
  • ঘি পরিমাণমতো,
  • বেরেস্তা পরিমাণমতো।